Header Ads

শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা শ্রীকৃষ্ণনামের মহিমা

শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা

শ্রীকৃষ্ণনামের মহিমা


চেতোদর্পণমার্জ্জনং ভবমহাদাবাগ্নিনির্ব্বাপণং

শ্রেয়ঃকৈরবচন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূজীবনম্ ।

আনন্দাম্বুধিবর্দ্ধনং প্রতিপদং পূর্ণামৃতাস্বাদনং

সর্ব্বাত্নস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণসংকীত্তনম্ ॥১॥

অনুবাদঃ

শ্রীকৃষ্ণের পবিত্র নাম চিত্তরূপ দর্পণকে মার্জন করে । জন্ম-মৃত্যুরূপ সংসার-দাবানলকে নির্বাপণ করে । সন্ধ্যায় যেমন চন্দ্রের শীতলজ্যোৎস্নায় কুমুদপুষ্প বিকশিত হয়, সেইরূপ শ্রীকৃষ্ণনামরূপ অমৃতধারায় হৃদয়-উল্লসিত হয় এবং শেষে আত্মার অন্তর্নিহিত ভাব-সম্পদ কৃষ্ণপ্রেম জাগ্রত হয় । সেই প্রেমামৃত পুনঃ পুনঃ আস্বাদন করে আত্মা প্রেমপারাবারে পরিপূর্ণ নিমজ্জিত হয় । আত্মার যাবতীয় বিভাব পরিপূর্ণ সন্তোষ লাভ করে এবং পবিত্র হয় এবং সর্বশেষে শ্রীকৃষ্ণনামের প্রভাব বিজয়লাভ করে ।

অমৃত-প্রভা ভাষ্যঃ

শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণনাম-সংকীর্ত্তনের প্রবর্ত্তক । তিনি বলছেন, “আমি কৃষ্ণনাম-সংকীর্ত্তন প্রচার করতে এসেছি এবং এই নাম পৃথিবীর কোণে কোণে প্রবেশ করবে ।

পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম ।

সর্বত্র প্রচার হইবে মোর নাম ॥

সংকীর্ত্তনের অর্থ কি ? ‘সম্যক্’ মানে সম্পূর্ণ এবং ‘কীর্ত্তন’ মানে উচ্চারণ, এই দুইটি শব্দ মিলেই হয় সংকীর্ত্তন যার সাধারণ অর্থ হল অনেকে একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের পবিত্র নাম উচ্চারণ । কিন্তু সম্যক্ বলতে কেবল সংখ্যার দিক থেকে নয়, গুণের দিক্ থেকেও সম্পূর্ণ—not only in quantity, but also in quality. Full quantity হচ্ছে সংখ্যার দিক থেকে অনেক অর্থাৎ গোষ্ঠী নিয়ে কীর্ত্তন আর full quality হল সম্পূর্ণ গুণকীর্ত্তন; সম্পূর্ণ গুণকীর্ত্তন

সংকীর্ত্তন মানে সম্পূর্ণ কীর্ত্তন, পরিপূর্ণ ভগবৎস্বরূপের গুণকীর্ত্তন, অন্য কোন স্বরূপের কীর্ত্তন কেবল আংশিক এবং কিছুটা ত্রুটিযুক্ত । তাই কৃষ্ণেরই গুণকীর্ত্তন দরকার, তাঁর মহিমাই কীর্ত্তন করা চাই, কারণ তিনিই ত সব । তিনিই প্রভু, ভাল-মন্দের ফলদাতা—সব কিছুরই সর্ব্বোচ্চ নিয়ামক । যা কিছু, সবই তাঁর থেকে । জীবনের পরিপূর্ণ সার্থকতা হয় তাঁকে পাওয়াতেই । যেমন একটা ঘোড়ার লাগাম থাকে তার ইচ্ছামত ছুটোছুটি যাতে না করতে পারে; কিন্তু লাগাম খুলে দিলে সে ইচ্ছামত দৌড়াতে পারে ।কৃষ্ণের গুণকীর্ত্তন বা প্রশংসা যদি কোনও জাগতিক কামনা-বাসনা দ্বারা বাধাপ্রাপ্ত না হয়, তবে তা সোজাসুজি গিয়ে সর্ব্বোচ্চ কারণ কৃষ্ণের দিকে ধাবিত হয় ।


No comments

Theme images by sndrk. Powered by Blogger.