Header Ads

ঈদের ছুটিতে ভারতে যাবেন ৫ লাখের বেশি বাংলাদেশি!

ঈদের ছুটিতে ভারতে যাবেন ৫ লাখের বেশি বাংলাদেশি!



করোনা মহামারির কারণে গত দুই বছর নানা ধরনের বিধিনিষেধ থাকায় মুখ থুবড়ে পড়েছিল ভারতের পর্যটন শিল্প। এবার সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় উঠে গেছে বিধিনিষেধ, মিলছে দেশটির ভিসাও। এই সুযোগে ঈদের ছুটিতে ভারতে যাবেন ৫ লাখের বেশি বাংলাদেশি!
পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, করোনাকালীন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তা ছাড়া এ বছর ঈদের ছুটি টানা ৯ দিন পাচ্ছেন অনেকে। সবমিলিয়ে কাছের দেশ হিসেবে ভারতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন ভ্রমণপিপাসুরা। তারা দেশটির ভিসা সেন্টারগুলোতে ভিড় করছেন।

ভারতীয় ভিসা সেন্টারগুলো জানায়, গত এক সপ্তাহে ভিসার জন্য আবেদনকারীর চাপ বেড়েছে। ভিড় সামলাতে জনবল ও অফিস সময় বাড়ানো হয়েছে। বন্ধের দিনেও চালু থাকছে ভিসা কার্যক্রম, আগে বেলা ১টা পর্যন্ত কার্যক্রম চললেও এখন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলছে।
এ বিষয়ে বাংলাদেশ আউট বাউন্ড ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গোলাম কাদির বলেন, করোনায় গত দুই বছরে মানুষ হাঁপিয়ে উঠেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দেশের বাইরে বেড়াতে যেতে চাইছেন অনেকে। সার্বিক বিবেচনায় বিপুল সংখ্যক মানুষ ভারতে যাওয়ার চিন্তা করছেন।
প্রতিদিন হাজার হাজার মানুষ ভারতীয় ভিসার জন্য আবেদন করছেন জানিয়ে তিনি বলেন, এবার ঈদের ছুটিতে কত সংখ্যক মানুষ ভারতে বেড়াতে যাচ্ছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে এই সংখ্যাটা ৫ লাখের বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের উপ-মহাপরিচালক ও রিজিওনাল পরিচালক (পূর্ব) সাগ্নিক চৌধুরী বলছেন, তাদের দেশে যাওয়া পর্যটকদের বিশাল অংশই হচ্ছে বাংলাদেশি। করোনা পরবর্তী পর্যটকদের নিরাপত্তাসহ অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। 

করোনার আগে ২০১৭-১৮ অর্থবছরে ভারতে যাওয়া বাংলাদেশির সংখ্যা ছিল প্রায় ২২ লাখ। এর মধ্যে চিকিৎসা, ভ্রমণ ও কেনাকাটার কাজে যাওয়া লোকজনের সংখ্যাই সবচেয়ে বেশি।

No comments

Theme images by sndrk. Powered by Blogger.