Header Ads

বাধ্য' হয়ে একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন পঞ্চগড়ের তরুণ

বাধ্য' হয়ে একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন পঞ্চগড়ের তরুণ


পঞ্চগড়ের আটোয়ারীর লক্ষিদ্বার কালিতলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই প্রেমিকার অনশন, ‌প্রেমি‌কের মহান হৃদয়, অবশেষে দুজন‌কেই বিয়ে।

বাধ্য' হয়ে একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ে করলেন পঞ্চগড়ের তরুণ

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে একই দিনে দুই প্রেমিকাকে বিয়ে করে ঘরে তুলেছেন রোহিণী চন্দ্র বর্মণ (২৫) নামে এক তরুণ। তার বাড়ি ওই ইউনিয়নের লক্ষ্মীদ্বার গ্রামে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।


বুধবার (২০ এপ্রিল) দুই প্রেমিকা ইতি রানী (২০) ও মমতা রানীকে (২১) বিয়ে করেন তিনি। জানা গেছে, ইতির বাড়ি একই ইউনিয়নের গাঠিশাপাড়া এবং মমতা রানীর বাড়ি উত্তর লক্ষ্মীদ্বার এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইতির সঙ্গে রোহিণীর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক মাস আগে তারা মন্দিরে গিয়ে বিয়ে করেন। বিষয়টি উভয়ই গোপন রাখেন এদিকে রোহিণী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মমতার সঙ্গে। গত ১২ এপ্রিল রাতে দেখা করতে গেলে তাকে আটক করে রাখে মমতার বাড়ির লোকজন। পরদিন (১৩ এপ্রিল) তাদের বিয়ে দেওয়া হয়।


এই বিয়ের খবর শুনে বুধবার সকালে রোহিণীর বাড়িতে অনশন শুরু করেন ইতি। রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুনরায় আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিণীর বিয়ে হয়। দুই স্ত্রীকে একসঙ্গে ঘরে তুলেছেন তিনি।


বলরামপুর ইউনিয়নের বাসিন্দা আবু তৌহিদ বলেন, ''একসঙ্গে দুই প্রেমিকাকে বিয়ের বিষয়টি আমরা ফেসবুকে জানতে পেরেছি। এটি ফেসবুকে ভাইরাল হয়েছে।'

মে‌য়েরা স্বামীর ভাগ কাউ‌কে দি‌তে চায়না, কিন্তু দি‌লে ‌যে তা‌দের ক‌তো লাভ সেটা তারা নি‌জেরাই জা‌নেনা।

যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না, সংসারে তার মতো হতভাগা কেউ নেই।ভালোবাসা এবং যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায়।

জীবনে শুধু এবং শুধুমাত্র একটিই সুখ রয়েছে আর তা হলো ভালোবাসা এবং বিনিময়ে তা পাওয়া।ভালোবাসা হলো সেটাই যা জীবন নামক যাত্রাকে অর্থবহ করে তোলে।


১। ঘ‌রের কা‌জে সহ‌যো‌গিতা।

২। স্বামীর সা‌থে ঝগড়া হ‌লে দুই লা‌ঠির হামলা।

৩। একজন অসুন্থ হ‌লে অন‌্যজ‌নের সেবা পাওয়া।

৪। একজন ঘ‌রের কা‌জে ব‌্যস্ত থাক‌লেও অন‌্যজন ফেসবু‌কে স্বামী‌কে নজরদারী‌তে রাখা।

৫। ডাবল বি‌য়ে মা‌নে দে‌শে পাত্রী সংকট ও মে‌য়ে‌দের ডিমান্ড বৃ‌দ্ধি পাওয়া।

৬। ‌রিজার্ভ পার্টনার থাকায় যে‌কোন সময় চাই‌লে বাবার বা‌ড়ি‌তে ঘুর‌তে যাওয়ার সু‌যোগ।

৭। বে‌শি সন্তা‌নের চাপ একজ‌নের উপর প‌ড়েনা।

৮। উপকার ব‌লে শেষ করা যা‌বেনা....

ভয় ছাড়া স্বপ্ন দেখো সীমা ছাড়া ভালোবাসো।ভালোবাসার মধ্যে অবশ্যই কিছু পাগলামি থাকে তবে সেই পাগলামির পিছনেও কিছু কারণ থাকে।প্রকৃত ভালোবাসাই কেবল তোমার আত্মাকে জাগ্রত করতে সক্ষম।ভালোবাসা হলো দুটি দেহ এবং একটি আত্মার সমন্বয়ে তৈরি।


No comments

Theme images by sndrk. Powered by Blogger.