Header Ads

প্রিপেইড সেবা চালু: ১০০ টাকায় মাসজুড়ে আনলিমিটেড কথা

প্রিপেইড সেবা চালু: ১০০ টাকায় মাসজুড়ে আনলিমিটেড কথা


গ্রাহকদের জন্য প্রিপেইড ইন্টারনেট ও টেলিফোন সার্ভিস চালু করল বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বিটিসিএল। ১১টি প্যাকেজের মাধ্যমে ভয়েস কল ও ইন্টারনেট সেবা (বান্ডল) দেবে প্রতিষ্ঠানটি। আজ রোববার, ১৭ এপ্রিল বিটিসিএল ভবনে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

অনুষ্ঠানে জানানো হয়, বিটিসিএলের প্রিপেইড প্যাকেজে রয়েছে টেলিফোন প্যাকেজ এবং ইন্টারনেট বান্ডেল প্যাকেজ (টেলিফোনসহ)। ১৫০ টাকায় ৩০ দিন মেয়াদে টেলিফোন প্যাকেজ পাওয়া যাবে। আর ইন্টারনেট সেবার জন্য ৫ এমবিবিএস থেকে ১০০ এমবিবিএস পর্যন্ত ১১টি প্যাকেজ মিলবে ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৪২০০ টাকায়।

বিটিসিএল থেকে বিটিসিএল ১০০ টাকায় আনলিমিটেড কথা


বিটিসিএল থেকে বিটিসিএলে ৩০ দিন আনলিমিটেড কথা বলা যাবে মাত্র ১০০ টাকায়। বিটিসিএল থেকে অন্য অপারেটরে কথা বলতে খরচ পড়বে ৪৮ পয়সা মিনিট।


গ্রাহকরা মাই বিটিসিএল অ্যাপের মাধ্যমে প্যাকেজ নির্বাচন করে এই সেবার জন্য আবেদন করতে পারবেন। কোনো প্রকার জামানত ছাড়াই প্রিপেইড টেলিফোন ও উচ্চগতির 'জিপন' ইন্টারনেট সংযোগ নিতে পারবেন গ্রাহকরা। একই সঙ্গে চার্জ ছাড়াই নগদ, বিকাশ ও কার্ডের মাধ্যমে রিচার্জ করা যাবে।


No comments

Theme images by sndrk. Powered by Blogger.