আজ ২৫ ডিসেম্বর তুলসী দিবস বড় দিন নয় চলুন আমাদের সনাতন ধর্মীয় অনুষ্ঠান পালন করি।
আজ ২৫ ডিসেম্বর তুলসী দিবস বড় দিন নয় চলুন আমাদের সনাতন ধর্মীয় অনুষ্ঠান পালন করি।
আজ ২৫ সে ডিসেম্বর তুলসী দিবস ধর্মীয়, আয়ুর্বেদিক,সাংস্কৃতিক ও আধ্যাত্মিক মহত্ত্ব অতুলনীয় দিন।একইসাথে স্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ। কথিত আছে যে বাড়িতে তুলসীর বাস সেই বাড়িতে আধ্যাত্মিক উন্নতির সাথে সাথে আর্থিক উন্নতিও স্বাভাবিক ভাবেই হয়।বিজ্ঞানীদের অনুমান বাড়িতে তুলসীগাছ থাকলে সুন্দর বায়ু ও আবহাওয়া পরিস্কার থাকে।তুলসী পাতার যে তেল পাওয়া যায় তা মানুষকে কান্তিময়,জ্যোতিময় এবং শক্তিতে ভরপুর করে।সকাল সন্ধ্যায় তুলসীগাছে ধুপ দীপ দিলে চোখের দৃষ্টিশক্তি উন্নত ও শ্বাসকষ্ট দূর হয়।তুলসী তলায় বসে পড়াশোনা, খেলাধুলা, ব্যায়াম ইত্যাদি করলে বল,বুদ্ধি, তেজ ও উৎসাহ বৃদ্ধি পায় এবং দীর্ঘাযু হওয়া যায়।তুলসী তাদের কবচের মত রক্ষা করেন।ভগবান শংকর কার্তিক কে বলেছেন সকল প্রকার পত্র ও পুস্পের মধ্যে তুলসী সর্বশ্রেষ্ঠ।কলি যুগে তুলসী পূজন,ধ্যান, রোপণ,কীর্তন ও তুলসী ধারণ করলে পাপ নষ্ট করে স্বর্গ ও মোক্ষ দান করে।যে ব্যাক্তি তুলসীর পূজন ও অন্যকে উপদেশ দান করেন তিনি ভগবানের অত্যন্ত প্রিয় হন এবং ভগবান তাকে পরম ধামে স্থান দেন।
তুলসী পূজা পদ্ধতি -
সকালে স্নান করে তুলসী বেদীতে বা তুলসীর টব অথবা গামলা উঁচু পবিত্র স্থানে রেখে নিন্মলিখিত মন্ত্র বলে তুলসীতে জল দিতে ও পূজা করতে হবে।
তুলসী প্রনাম মন্ত্র=
ওঁ বৃন্দায়ৈ তুলসী দেবৈ প্রিয়ায়ৈ
কেশবশ্য চ ।
বিষ্ণুভক্তি প্রদে দেবী সত্যব ত্যৈ
নমো নম:
তুলসী প্রদক্ষীন মন্ত্র=
"যানি কানি চ পাপানি
ব্রম্ভাহত্যাদিকানি চ ।
তানি তানি প্রনশ্যন্তি পদে পদে"
তুলসী জলমন্ত্র=
"(ওঁ)গোবিন্দবল্ল ভাং দেবীংভক্ত
চৈতন্যকারিনীম ।
স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণভক্তি
প্রদায়িনীম্"
এছাড়াও
তুলসী চয়নমন্ত্র=
"(ওঁ)তুলস্যমৃত জন্ মাসি সদা ত্বং কেশব
প্রিয়া ।
কেশবার্থে চিনোমি ত্বাং বরদা
ভক শোভবে"
ক্ষমা প্রার্থনামন্ত্র =
"চয়নোদ্ভব দুঃখং চ যদ্ হদদি তব
বর্ততে ।
তত্ক্ষমস্ব জগন্মাতঃ বৃন্দাদেবী
নমোহস্তুতে"
তুলসী মঞ্চের পাশে বসে ভগবানের নাম, গুরু মন্ত্র যপ করলে তা অধিক ফলদায়ী হয়।প্রসাদে তুলসীপাতা দিয়ে বিতরণ কিরা উপকারী।
তুলসী নামাষ্টক নিম্নররুপ -
বৃন্দা বৃন্দাবনী বিশ্বব্যাপীনী
বিশ্বপুজিতাম্।
পুস্পসারাং নন্দিনী চ তুলসী কৃষ্ণজীবনীম্।
ভগবান নারায়ণ দেবর্ষি নারদকে বলেছেন -
যে ব্যাক্তি তুলসীর পুজা করেন এবং নামাষ্টক পাঠ করেন তিনি অশ্বমেধ যজ্ঞের ফললাভ করেন।
তুলসী দেবীর আট নাম - বৃন্দা,বৃন্দাবনী,বিশ্বব্যাপীনী,
বিশ্বপূজিতা,পুস্পসারা,নন্দিনী, তুলসী,কৃষ্ণজীবনী।
আসুন আজ তুলসী পূজন দিবসে সকলে তুলসী দেবীর পূজা করে দিনটি উৎযাপন করি।
হরে কৃষ্ণ জয় তুলসী দেবী
No comments