Header Ads

নিঃস্বার্থ -ভালোবাসা সংগীতা

নিঃস্বার্থ -ভালোবাসা সংগীতা

Extraordinary love quote 


নিঃস্বার্থ -ভালোবাসা সংগীতা 💞

কাউকে ভালবাসাটা পাগলামি …

কারো ভালোবাসা পাওয়াটা উপহার!!

যে আপনাকে ভালোবাসে তাকে ভালবাসাটা আপনার দায়িত্ব…

কিন্তু আপনি যাকে ভালবাসেন তাঁর কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে

সৌভাগ্য,যা সবার কপালে জোটে না…


১)কাউকে সারা জীবন কাছে পেতে চাও?

তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।

কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না ।


২)ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা।

আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না

বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না।


৩)মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি

বলার চেয়ে আমার মনে হয়

ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার।


৪)ভালোবাসা দেওয়ার জিনিস,

নেওয়ার জিনিস নয়।

আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান,

তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি।

গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলেনা!


৫)আসলে আমাদের মানব মন খুব ই অস্থির

এক জিনিস সে যে কি চাই সে আসলে নিজেও জানে না

আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়।


৬)প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না।



















৭) নারীর প্রেমে মিলিনের গান বাজে,

পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।


৮) ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি।


৯) ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।


১০)পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে।

ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার।

এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।


১১)জীবন হল বাচার জন্য।

মন হল দেবার জন্য।

ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।

বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।


১২)কেউ যদি তোমার ভালবাসার মূল্যনা

বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।

জীবনটা এত তুচ্ছ না।


১৩) প্রথমে যদি কাউকে খারাপ লাগে , তবে নির্ঘাত তাকে ভাল লাগবে পরে।


১৪)ফুল যদি পারে ভালবাসা শিখাতে,

চাঁদ যদি পারে রাতকে জাগাতে,

মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে,

তুমি কি পারবেনা শত বাঁধা

পেরিয়ে আমায় ভালবাসতে!


১৫)পৃথিবীটা অনেক সুন্দর-

যদি সাজাতে পারো !

মানুষ অনেক ভাল যদি-

আপন করে নিতে পারো !

গল্প অনেক মধুর যদি-

বলতে পারো সময় অনেক-

দামি যদি কাজে লাগাতে পারো!


১৬)মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা করে বিয়ের পরে।


১৭)যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর-

আসাধারন ভালোবাসার উক্তি | 


নিঃস্বার্থ -ভালোবাসা সংগীতা 💞

কাউকে ভালবাসাটা পাগলামি …

কারো ভালোবাসা পাওয়াটা উপহার!!

যে আপনাকে ভালোবাসে তাকে ভালবাসাটা আপনার দায়িত্ব…

কিন্তু আপনি যাকে ভালবাসেন তাঁর কাছে ভালোবাসা পাওয়াটা হচ্ছে

সৌভাগ্য,যা সবার কপালে জোটে না…


১)কাউকে সারা জীবন কাছে পেতে চাও?

তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো।

কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না ।


২)ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা।

আমি যে মানুষটিকে ভালোবাসব তাকে যদি না

বুঝতে পারি তাহলে এই প্রেমের কোনো অর্থ আছে বলে মনে হয় না।


৩)মুখে মুখে সবসময় ভালোবাসি ভালোবাসি

বলার চেয়ে আমার মনে হয়

ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার।


৪)ভালোবাসা দেওয়ার জিনিস,

নেওয়ার জিনিস নয়।

আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান,

তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি।

গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায় তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলেনা!


৫)আসলে আমাদের মানব মন খুব ই অস্থির

এক জিনিস সে যে কি চাই সে আসলে নিজেও জানে না

আবার সব কিছু জেনে শুনেও এই মন ভুল পথে পা বাড়ায়।


৬)প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়।প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না।


৭) নারীর প্রেমে মিলিনের গান বাজে,

পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা।


৮) ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি।


৯) ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।


১০)পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে।

ভালবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার।

এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়।


১১)জীবন হল বাচার জন্য।

মন হল দেবার জন্য।

ভালবাসা হল সারা জিবন পাশে থাকার জন্য।

বন্ধুত্ত হল জিবন কে সুন্দর করার জন্য।


১২)কেউ যদি তোমার ভালবাসার মূল্যনা

বুঝে তবে নিজেকে নিঃস্ব ভেব না।

জীবনটা এত তুচ্ছ না।


১৩) প্রথমে যদি কাউকে খারাপ লাগে , তবে নির্ঘাত তাকে ভাল লাগবে পরে।


১৪)ফুল যদি পারে ভালবাসা শিখাতে,

চাঁদ যদি পারে রাতকে জাগাতে,

মেঘ যদি পারে বৃষ্টি ঝড়াতে,

তুমি কি পারবেনা শত বাঁধা

পেরিয়ে আমায় ভালবাসতে!



১৫)পৃথিবীটা অনেক সুন্দর-

যদি সাজাতে পারো !

মানুষ অনেক ভাল যদি-

আপন করে নিতে পারো !

গল্প অনেক মধুর যদি-

বলতে পারো সময় অনেক-

দামি যদি কাজে লাগাতে পারো!


১৬)মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা করে বিয়ের পরে কাদেঁ ।



১৭)যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর-


১৮)নারীর প্রেমে মিলনের সুর বাজে , আর পুরুষের প্রেমে 

 বেদনা


১৯)যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে, তখন সে তার জন্য সব কিছু করতে পারে। কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।-



২০)প্রেম একটি জলন্ত সিগারেট, যার শুরুতে আগুন এবং শেষ পরিণতি ছাই।


২১)ভালবাসা এমন একটি প্লাটফরম যেখানে সব মানুষ দাড়াতে পারে। →


২২)যে চোখে জল দেখেও ফিরে আসে না, হয়তো সে জানে না,

কতটা কষ্ট পেলে চোখে জল আসে।।…


২৩)যদি কাউকে ভালবাসতে চাও আগে নিজের জীবনকে ভালবাসতে শেখো…

কারন,যে নিজেকে ভালোবাসতে জানে না!

সে অন্য কাউকে ভালোবাসতে পারে না…


২৪)প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন…(রবীন্দ্রনাথ ঠাকুর।)


২৫)আমি তোমাকে অসংখ্যভাবে ভালবেসেছি,অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর,সর্বদা, সবসময়…(রবীন্দ্রনাথ ঠাকুর।)


২৬)পাগলী আমার ঘুমিয়ে পড়েছে মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত, এ কথা যদি সে জানতো…(নির্মলেন্দু গুণ।)


২৭)মহিলারা ভাগ্য বিশ্বাস করে আর পুরুষেরা ভাগ্য গড়ে নেয়। —(এমিল গাব্রারিজাক)


২৮)সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতআত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে,কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়।-(লা রচেফউকোল্ড)


২৯)সারাজীবনে কখনো ভালো না বেসে থাকার চেয়ে, একবার ভালোবেসে তাকে হারানো উত্তম।-(আগাস্টিন)


৩০)তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন ”কাজী নজরুল 



৩১)আমি তোমারি বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস– দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ-মাস । যদি আর-কারে ভালোবাস, যদি আর ফিরে নাহি আস, তবে তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুখ পাই গো 

কাজী নজরুল 


৩২)মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে-অকারণে বদলায়

মুনির চৌধরী 


৩৩)কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না। বুঝতে পারি ও পারি না। অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়।

হুমায়ুণ আহমেদ 
























Extraordinary love quote |

Selfless - love music 6
To love someone is madness.
Getting someone's love is a gift !!
It is your job to discover what that is and to bring it about.
But you are getting love from the person you love
Fortunately, not everyone is lucky.

1) Want to get close to someone all your life?
Then keep it with friendship and not with love.
Because love will be lost one day but friendship will never be lost.

2) Love means understanding each other.
Unless the man I love
Understand that this love does not seem to have any meaning.

3) I always love love with my mouth
I think more than that
Understanding the man of love is a big deal.

4) Things to give love,
Not a thing to take.
If you find happiness in receiving love more than giving love,
Then you have not yet gone deep into love.
Happiness found in deep love is almost unmatched by any other happiness!

5) In fact, our human mind is very restless
For one thing, he doesn't really know what he wants
Again, knowing everything, this mind goes astray.

6) When you fall in love, the fool becomes wise, the wise becomes fool. If there is no fear in love, the juice is not concentrated.

7) Milin's song plays in love with women,
The pain of separation in the love of men.

6) The most valuable thing in the world for boys is the smile of girls.

9) There is more joy in giving love than in receiving love.

10. There are many kinds of oppression in the world.
The oppression of love is the most terrible oppression.
Nothing can ever be said against this oppression, it just has to be tolerated.

11) Life is for survival.
The mind is to give.
Love is to be with you all your life.
Friendship is to make life beautiful.

12) If someone values ​​your love
Understand, but do not think yourself poor.
Life is not so trivial.

13. If someone feels bad at first, then he will feel good later.

14. If flowers can teach love,
If the moon can wake up the night,
If the clouds could rain,
You can't tie hundreds
Beyond me to love!


15) The world is so beautiful-
If you can decorate!
If people are very good-
You can do it yourself!
If the story is too sweet-
You can say a lot of time-
Expensive if you can use!

16) Girls cry before marriage and boys cry after marriage.


17. The more secret the love, the deeper the love.

17. The melody of reunion is played in the love of women, and in the love of men
 Pain

19. When a man loves a woman, he can do everything for her. You just can't fall in love with him.


20. Love is a burning cigarette, with fire at the beginning and ashes at the end.

21. Love is a platform where all people can stand. 3

22) He who does not come back with tears in his eyes, perhaps he does not know,
Tears come to my eyes when I suffer so much.

23. If you want to love someone, first learn to love your life.
Because he does not know how to love himself!
She can't love anyone else.

24. The joy of love lasts for a short while but the pain lasts for the rest of one's life. (Rabindranath Tagore.)

25. I have loved you innumerable times, I have loved you innumerable times, I have loved you one life after another, year after year, always, always… (Rabindranath Tagore.)

26. My crazy mobile phone is so quiet, I'm waking up at night to watch this end of the mobile phone, if he knew that… (Nirmalendu Guna.)

26. Women believe in destiny and men believe in destiny. - (Emil Gabrarijak)

26. True love is much like a ghost. Everyone talks about it, but only a few see it. - (La Rochefould)

29. Better a poor horse than no horse at all. (Augustine)

30. He who wants to forget you one day, knows how difficult it is to forget you ”Kazi Nazrul


31. I will live in your separation, I will live in you - long days, long nights, long years and months. If you love someone else, if you don't come back, get what you want, as much as I suffer
Kazi Nazrul

32. When people die, they rot, when they are alive, they change, they change for no reason
Munir Chowdhury

33. There are times when we are on the verge of belief and disbelief. Then we see and do not see at the same time. I don't understand. I can feel it but I can't. It's a big mysterious time.
Humayun Ahmed




























No comments

Theme images by sndrk. Powered by Blogger.