মনিপুরে মেয়েদের স্নান করার ছবি তোলার প্রতিবাদে জখম দুই হিন্দু পরিবার।
মনিপুরে মেয়েদের স্নান করার ছবি তোলার প্রতিবাদে জখম দুই হিন্দু পরিবার।
মনিপুরে মেয়েদের স্নান করার ছবি তোলে ব্লাকমেইল করার চেষ্টা তার প্রতিবাদ করায় মেরে জখম করেছে হিন্দু দুইজন গরীব পরিবারকে।
গ্রামঃ মনিপুর
ওয়ার্ডঃ ৮ নং মেম্বার কদমআলী
ইউনিয়নঃ ১০নং ছাতিয়ার শহীদমিয়া চেয়ারম্যান
মাধবপুর, হবিগঞ্জ জেলা
অমল ও বিমল নামের বোনদের প্রতিদিনের ন্যায় গ্রামের পুকুরে হিন্দু মুসলমান অনেকেই করতে যায় কিন্তু বিমল গংদের বোনদের প্রতি কূনজর পড়ে ঐ দূস্কৃতি হুমায়ূন শরীফদের স্নান করার সময় মুসলিম যুবক হূমায়ুন, শরীফ আরো দুইএকজন গোপনে মেয়েদের স্নান করার ছবি তোলে, মেয়েদের পরিবার তা জানতে পেরে ঐ দুস্কৃতিদের বাধা দেয় ও নালিশ করে।এলাকর গন্যমান্যদের নিকট তার জন্য ঐ দূস্কৃতিরা জানতে পেরে মুসলিম যুবক আরো দেড়শোর মত মুসলমান দলবল এনে ঐ পরিবারের উপর ন্যক্কারজনক এলোপাতাড়ি হামলা চালায়। পরবর্তিতে দূস্কৃতিরা পালিয়ে যায়।
এই ন্যক্কারজনক ঘটনার জবাব চায় হিন্দু পরিবার এবং বাংলাদেশ প্রসাশনের দৃষ্টি আর্কষণ করে এর সঠিক বিচার চায় গরীব বলে তারা মামলা করতে ভয় পায় বলে জানা যায়
No comments