Header Ads

আমার পূর্ব পুরুষ হিন্দু ছিল', মহাযজ্ঞ করে ধর্ম বদলে আমির হলেন অভয়!



আমার পূর্ব পুরুষ হিন্দু ছিল', মহাযজ্ঞ করে ধর্ম বদলে আমির হলেন অভয়!


আগামী ১০ এপ্রিল মহন্ত দশনা মন্দিরে আমিরের পৈতের অনুষ্ঠান হবে।

দিল্লিতে বসবাসকারী একজন মুসলিম যুবক রবিবার লোনির রামলীলা গ্রাউন্ডে অনুষ্ঠিত ৫১ কুণ্ড মহাযজ্ঞের সময় সাধুদের উপস্থিতিতে স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করলেন। জানা গিয়েছে, ধর্ম বদল করে হিন্দু হওয়া যুবকের নাম আমির। হিন্দু ধর্ম গ্রহণ করার পর তাঁর নাম অভয় ত্যাগী হয়েছে।

জানা গিয়েছে, আগামী ১০ এপ্রিল মহন্ত দশনা মন্দিরে তাঁর পৈতের অনুষ্ঠান হবে। আমির বলেন যে তিনি হিন্দু ধর্ম দ্বারা খুব প্রভাবিত এবং দীর্ঘদিন ধরে সনাতন ধর্ম গ্রহণের কথা ভাবছিলেন। তথ্য অনুসারে, আমির দিল্লির কর্দমপুরির বাসিন্দা। তিনি অবিবাহিত এবং ওয়েল্ডিংয়ের কাজ করেন। আমির বলেন যে তিনি মুসলিম সমাজ থেকে এলেও তাঁর তাঁর পূর্বপুরুষরা ছিলেন সনাতন হিন্দু। তিনি বলেন, কেউ তাঁকে কিছু করতে বাধ্য করেনি। তিনি স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করছেন।

আমিরের এই ঘোষণার পরে, বিজেপি যুব মোর্চার জেলা সভাপতি হিমাংশু শর্মা আমিরকে চন্দন টিকা লাগিয়ে দেন এবং সনাত ধর্ম অঙ্গবস্ত্র পরিয়ে সনাতন ধর্মে যুক্ত করেন। একই সময়ে ত্যাগী মহাসভার সভাপতি ধর্মেন্দ্র ত্যাগী আমিরকে তাঁর গৌত্র প্রদান করেন। সেই সময় তাঁর নাম অভয় ত্যাগী রাখেন। ১০ এপ্রিল মহন্ত নরসিংহানন্দ সরস্বতী সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সাথে দশনা মন্দিরে তার পৈতের অনুষ্ঠান করবেন।

উল্লেখ্য, হিন্দু নববর্ষ উপলক্ষ্যে লোনির রামলীলা ময়দানে কুণ্ড মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। মহামণ্ডলেশ্বর ১০০৮ নবলকিশোরের পরিচালনায় সনাতন মহাযজ্ঞ কমিটি ও গায়ত্রী পরিবার আয়োজিত মহাযজ্ঞে শত শত লোক বলিদান করেন। রবিবার সকাল ৯টায় শুরু হওয়া মহাযজ্ঞ শেষ হয় দুপুর ১২টার দিকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নন্দকিশোর গুর্জার, সভাপতি দীনেশ আগরওয়াল, মায়াঙ্ক গোয়েল, বিজেপি জেলা সভাপতি দীনেশ সিংঘল, রামকুমার ত্যাগী প্রমুখ।

No comments

Theme images by sndrk. Powered by Blogger.