মাতৃ দিবসের শুভেচ্ছা বার্তায় থাক আপনার শ্রদ্ধা ও ভালোবাসা,
মাতৃ দিবসের শুভেচ্ছা বার্তায় থাক আপনার শ্রদ্ধা ও ভালোবাসা,
নানা দেশের পুরাণেও মাতৃ দিবসের উল্লেখ আছে। বিভিন্ন দেশে মাতৃ দিবসের জন্য বেছে নেওয়া হয়েছিল নির্দিষ্ট দিন। তবে, আমেরিকা সর্বপ্রথম মে মাসের প্রথম দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালন শুরু করে। সেই থেকে অধিকাংশ দেশই এই দিনটি বেছে নিয়েছেন। সেই অনুসারে, এবছর ৮ মে পালিত হচ্ছে বিশ্ব মাতৃ দিবস। অর্থাৎ, আগামী কাল মা-কে সম্মান জানানোর দিন।
মা হলো স্নেহের ভান্ডার, যা কখনও নিঃশেষ হয় না। মা আমাদের সবসময় এটা বুঝাতে চাইতেন যে জীবনের চরম কষ্টের মূহুর্তগুলো তোমাদের হাসির কোন গল্পের অংশ হয়ে যাবে এক সময়। তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। আমার বসার ঘরের দেয়ালে আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার কাছে সবচেয়ে বড় আকর্ষণ।
আমার দেখা সবচেয়ে সুন্দরী মহিলা হলেন আমার মা। মায়ের কাছে আমি চিরঋণী। আমার জীবনের সমস্ত অর্জন তারই কাছ থেকে পাওয়া নৈতিকতা, বুদ্ধিমত্তা আর শারীরিক শিক্ষার ফল।
আমাদের পরিবারে মায়ের ভালোবাসা সবসময় সবচেয়ে টেকসই শক্তি। আর তার একাগ্রতা, মমতা আর বুদ্ধিমত্তা আমাদের মধ্যে দেখে আনন্দিত হই।
No comments