Header Ads

বাংলাদেশে অবাধে চলছে হিন্দু মেয়ে অপহরণ। সরকার বা প্রশাসনের নেই কোনো নিরাপক্তা।

 বাংলাদেশে অবাধে চলছে হিন্দু মেয়ে অপহরণ। সরকার বা প্রশাসনের নেই কোনো নিরাপক্তা।



৯ মে-তারিখ-২০২২-গাজীপুর ভোগড়া নেক্সাসের পিছনে "একটি সুয়েটার কারখানা F.J ফ্যাশানের সামনে থেকে একজন সনাতনী মেয়ে প্রিয়াংকা রানী দাস নামের একজন অপহরণ কারি আনিছ তার দলবল নিয়ে উঠিয়ে নিয়ে যায়।

মেয়ের বাবা মা থানায়  জিডি করার পর একজন স্থানীয় ব্যক্তি আশ্বাস দেন দুই দিনের মধ্যে মেয়েকে মেয়ের বাবা মায়ের হাতে হস্তান্তর করবে।


কিন্তু কোনো লাভ হয়নি উল্টো থানার পুলিশকে ম্যানেজ করে ফেলে, পুলিশ কে দিয়েই মেয়ের বাবা মাকে ভয় দেখিয়ে থানা থেকে জিডি উঠিয়ে নিতে বাধ্য করা হয়।


মেয়ের বাবা মা এখন নিরুপায় হয়ে  পাগল হ"বার পথে, কিছু করতে পারছে না পিতা মাতা।


মেয়ের বাবা মায়ের দাবি, হিন্দু মহাজোটের অনেকের কাছে জানানোর পরেও কোনো রকম ফল পাননি।


মেয়ের বাড়ি, হবিগঞ্জ,আজমিরীগঞ্জ,পাহাড়রপুর

মেয়ের বয়সঃ ১৬ বছরের কিছু কম হবে।


অপহরণকারী আনিছের বয়সঃঅন্তত ৩৭বছর।


মেয়ের মায়ের নাম্বার  01724575752


Faecbook জানতে ক্লীক করুন। 


No comments

Theme images by sndrk. Powered by Blogger.