Header Ads

ঈদকে সামনে রেখে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।

ঈদকে সামনে রেখে নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।


ঈদুল ফিতরকে সামনে রেখে বুধবার থেকে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা ও ১০০ টাকার নতুন নোট বাজারে ছাড়তে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক।


কেন্দ্রীয় ব্যাংক 28 এপ্রিল পর্যন্ত বিভিন্ন বিভাগীয় সদর দফতরের নিজস্ব শাখা অফিস এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে অন্যান্য 32টি ব্যাংকের শাখার মাধ্যমে নতুন নোট প্রকাশ অব্যাহত রাখবে।


মানুষ এই সময়ের মধ্যে বিশেষ ব্যবস্থায় নতুন টাকার (10, 20, 50 এবং 100 টাকা) নোট সংগ্রহ করতে পারে, ইউএনবি রিপোর্ট করে।

কেন্দ্রীয় ব্যাংক ২৩০.০ বিলিয়ন টাকার নতুন নোট মজুদ করে রেখেছে এবং প্রয়োজনে এর পরিমাণ বাড়ানো হবে বলে জানান মোসিরাজুল ইসলাম, বিবির নির্বাহী পরিচালক ও মুখপাত্র।এনসিসি ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের আবদুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের ন্যাশনাল প্রেসক্লাব কর্পোরেট শাখা, এনআরবি গ্লোবাল ব্যাংকের মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোস্যালের বসুন্ধরা সিটি শাখা থেকে নতুন নোট বিতরণ করা হচ্ছে। ইসলামী ব্যাংক(পান্থপথ), উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মোহাম্মদপুর শাখা, জনতা ব্যাংকের রাজারবাগ শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা। পূবালী ব্যাংকের সদরঘাট শাখা।

এছাড়া সাউথইস্ট ব্যাংকের কাকরাইল শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখা, দক্ষিণখান, দ্য প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়া ধানমন্ডি শাখা, সিটি ব্যাংকের শাখায়ও নতুন নোট পাওয়া যাচ্ছে। বেগম রোকেয়া সরণি শাখা,আল-আরাফা ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, প্রাইম ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের গাজীপুর চৌরাস্তা শাখা, ইউসিবিএলের গাজীপুর চৌরাস্তা শাখা, উত্তরা ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের সাভার শাখাব্যাংকের কেরানীগঞ্জ শাখা।


No comments

Theme images by sndrk. Powered by Blogger.