Header Ads

ব্রেকিং নিউজ, ঠাকুরগাঁও জেলায় আক্তারুল ইসলাম নামে এক দূস্কৃতি মুক্তি নামে এক হিন্দু মেয়েকে অপহরণ



ব্রেকিং নিউজ 

ঠাকুরগাঁও জেলায়  আক্তারুল ইসলাম নামে এক দূস্কৃতি মুক্তি নামে এক হিন্দু মেয়েকে অপহরণ। 

আশে পাশে বসবাস করছে লুচ্ছা মদমাইশ মুসলিম যুবক তাই নিজের 

পরিবারকে সাবধানে রাখাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।আক্তারুল ইসলাম নামে এক দূস্কৃতি মুক্তি নামে এক হিন্দু মেয়েকে অপহরণ করেছে। 

06/04/22 আজ এই মেয়েটাকে অপহরণ করা হয়েছে। 

মেয়ের নাম মুক্তি, বাসা ঠাকুরগাঁও জেলা, রানীশংকৈল থানা, পোস্ট নেকমরদ, গ্রামের নাম ভিতর পারকুন্ডা। মেয়েটির আনুমানিক বসয় ১৮+ বছর। এই মেয়েটাকে আক্তারুল ইসলাম অপহরণ করে নিয়ে গিয়েছে।  মেয়েটিকে উদ্ধারের ব্যাপারে সবাইক এগিয়ে আসুন দয়া করে।বাংলাদেশ প্রশাসনের প্রতি দৃষ্টি আরৃকষন করে কান্নাকাটি করছেন মেয়েটির পরিবার।

বাংলাদেশের সকল হিন্দু সংগঠন কে অনুরোধ করতছেন আপনারা সবাই নিজ নিজ জায়গায় থেকে মেয়েটাকে উদ্ধার করার চেষ্টা করবেন। 

মামলার প্রস্তুতি চলছে। 

মেয়ের বাবার ফোন নম্বরঃ 01773018947 


মেয়ের কাকার ফোন নম্বরঃ 01754896882


No comments

Theme images by sndrk. Powered by Blogger.