Header Ads

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।

ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।

বর্তমানে সকল অনলাইন ট্রাফিকের একটা বিশাল অংশ আসে ভিডিও কনটেন্ট থেকে। প্রতিদিন কোটি কোটি ইউটিউব ভিডিও দেখা হয়। একারণে ইউটিউব চ্যানেল খোলার সিদ্ধান্ত যথেষ্ট যুক্তিযুক্ত। ইউটিউব চ্যানেল খোলার নিয়ম বেশ সহজ। যেকেউ ইউটিউব চ্যানেল খুলতে পারে।


আপনি কি ইউটিউব চ্যানেল খুলতে চান? মনে মনে ভাবছেন কিভাবে ইউটিউব চ্যানেল খুলব? চলুন জেনে নেয়া যাক, কম্পিউটার ও মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম।


ইউটিউব কি? ইউটিউবের মালিক কে?

ইউটিউব হলো একটি আমেরিকান অনলাইন-ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। তিনজন প্রাক্তন পেপাল কর্মচারী - চেড হার্লি, স্টিভ চেন ও বাংলাদেশী বংশোদ্ভূত জাওয়েদ করিম মিলে ২০০৫ সালে ইউটিউব তৈরী করেন।

ডেটিং সার্ভিস হিসেবে শুরু করলেও পরবর্তীতে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম এ রূপ নেয় ইউটিউব। ইউটিউব এর জনপ্রিয়তা ও ভিডিও শেয়ারিং এর জনপ্রিয়তা বাড়তে দেখে ২০০৬ সালের নভেম্বর মাসে ১.৬৫ বিলিয়ন ডলারের বিনিময়ে ইউটিউবকে কিনে নেয় গুগল।


ইউটিউব চ্যানেল কি?

ইউটিউবে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে সেখানে আপনার একটি একাউন্ট খুলে প্রোফাইল তৈরি করতে হবে। ফেসবুকে যেমন আপনার একটি প্রোফাইল আছে, কিছুটা সেরকম। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য যে প্রোফাইল তৈরি করা হয় সেগুলোকেই ইউটিউব চ্যানেল বলা হয়।

ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে

ইউটিউব চ্যানেল খুলতে কি কি লাগে - এই প্রশ্নের উত্তর অত্যন্ত সহজ। আপনার ডিভাইসে ইন্টারনেট সংযোগ থাকলে খুব সহজেই কয়েক ধাপেই খুলতে পারবেন ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল খুলতে একটি জিমেইল বা গুগল একাউন্ট লাগে।


ইউটিউব চ্যানেল খোলার পর চ্যানেল ভেরিফাই করে আরো ফিচার পেতে গেলে ফোন নাম্বার ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে বলা যায় ইউটিউব খুলতে লাগেঃ


ইন্টারনেট সংযোগ

জিমেইল অর্থাৎ গুগল একাউন্ট

মোবাইল নাম্বার

ইউটিউব একাউন্ট এর প্রকারভেদ।

ইউটিউব একাউন্ট দুই প্রকার, একটি পারসোনাল চ্যানেল ও অন্যটি ব্র্যান্ড চ্যানেল। পারসোনাল চ্যানেল হলো সেসব চ্যানেল যেগুলো বেশিরভাগ সময়ে শুধুমাত্র একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করে থাকে। অন্যদিকে ব্রান্ড চ্যানেল মূলত কোনো প্রতিষ্ঠান বা টিম এর অধীনে থাকে। যার ফলে পারসোনাল চ্যানেল এর চেয়ে ব্র্যান্ড চ্যানেলগুলো দেখতে বেশি প্রফেশনাল হয়ে থাকে।

ধরুন, আপনার চ্যানেলে আপনি আপনার পোষা বিড়ালের ভিডিও পোস্ট করলেন, তাহলে সেটি আপনার পারসোনাল চ্যানেল। অন্যদিকে যে চানেল বিড়ালের খাবার ও সেই সম্পর্কিত অন্যান্য বিষয় ভিডিও এর মাধ্যমে বিক্রির লক্ষে চ্যানেলে প্রদর্শন করে, তারা হলো ব্র্যান্ড একাউন্ট।

তবে আপনি যে ধরনের ইউটিউব চ্যানেলই খুলুন না কেনো, দিনশেষে উভয় ইউটিউব একাউন্ট এর কার্যক্রম কিন্তু অন্য সব  ইউটিউব চ্যানেলের মতো একই। ভিডিও পোস্ট করাই মূলত ইউটিউব চ্যানেল তৈরির মূল উদ্দেশ্য।

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম

আপনার ফোনে যদি ইউটিউব অ্যাপ ও জিমেইল একাউন্ট থাকে আর ওই জিমেইল একাউন্টে ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খোলা না থাকে, সেক্ষেত্রে মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খোলা অত্যন্ত সহজ। মোবাইল থেকে ইউটিউব চ্যানেল খুলতেঃ


প্রথমে ইউটিউব অ্যাপ ডাউনলোড করুন

ইউটিউব অ্যাপে প্রবেশ করুন

টপ মেন্যু এর টপ রাইট কর্নার থেকে আপনার প্রোফাইল পিকচার ক্লিক করুন 

ব্যাস! আপনার ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে

আবার আপনার মোবাইলে যদি ইতিমধ্যে ইউটিউব চ্যানেল খোলা থাকে আর আপনি মোবাইল থেকেই নতুন একটি ইউটিউব চ্যানেল খুলতে চান, সেটাও করতে পারবেন। মোবাইলে ইউটিউব চ্যানেল খুলতেঃ


Chrome ব্রাউজার ওপেন করুন

এরপর youtube.com/account এ প্রবেশ করুন

মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম - ব্রাউজার

থ্রি-ডট মেন্যু থেকে Work area Mode চালু করুন

সাইন-ইন করা না থাকলে জিমেইল একাউন্টে সাইন-ইন করুন

Add or deal with your channel(s) লিংক সিলেক্ট করুন

Make a channel লিংক সিলেক্ট করুন

যে নামে চ্যানেল খুলতে চান, সেই নাম লিখে Make চাপুন

উপরোক্ত পদ্ধতি সঠিকভাবে অনুসরণ করলে আপনার নতুন ইউটিউব চ্যানেল তৈরী হয়ে যাবে।


No comments

Theme images by sndrk. Powered by Blogger.